মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, বেতন বৃদ্ধিতে বড় পদক্ষেপ মোদি সরকারের

RD | ১৬ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৭Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কমিশনের চেয়ারম্যান এবং দুই সদস্যের নাম ঘোষণা ও নিয়োগ দ্রুত হবে বলে জানানো হয়েছে।

এর আগে কেন্দ্র জানিয়েছিল অষ্টম পে কমিশন গঠন নিয়ে কোনও ভাবনা আপাতত নেই। এরপরই চাপ বাড়তে থাকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সব সংগঠন মোদি সরকারের উপর চাপ বাড়াতে আন্দোলনের কথা ঘোষণা করবে বলে জানায়। তার মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনভোগীদের প্রাপ্য বিবেচনায় বড় ঘোষণা করা হল।

কেন্দ্রীয় সরকার, প্রতি দশকে একবার তার কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের জন্য একটি বেতন কমিশন গঠন করে। বেতন কাঠামো সংশোধনের পাশাপাশি, প্রতিটি বেতন কমিশনের একটি টার্ম অফ রেফারেন্স থাকে, যা তাদের লক্ষ্যকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করে। বেতন কমিশন কর্মচারীদের বেতন নির্ধারণের সঙ্গেই পেনশনভোগীদের প্রাপ্য নিয়েও সিদ্ধান্তও নেয়।

এর আগে ২০১৬ সালে সপ্তম বেতন কমিন কার্যকর হয়েছিল। এই কমিশনের মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা। তার আগেই অষ্টম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করল মোদি সরকার।

এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে বলেই আসা করা হচ্ছে। বাড়বে ডিএ বা মহার্ঘভাতাও। ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে পেনশনভোগীদেরও। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। নিয়ম অনুসারে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে সেই ৫৩ শতাংশ ডিএ এখন মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।  

এর আগে সপ্তম বেতন কমিশে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ২.৫৭ হয়েছিল। সপ্তম বেতন কমিশন অনুসারে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন প্রতি মাসে ১৮ হাজার টাকা। যা ষষ্ঠ বেতন কমিশনে ছিল ৭ হাজার টাকা। ন্যূনতম পেনশন ৩,৫০০ টাকা থেকে বেড়ে হয়েছিল ৯,০০০ টাকা। সর্বোচ্চ বেতন হয় ২,৫০,০০০ টাকা এবং সর্বোচ্চ পেনশন ১,২৫,০০০ টাকা। দাবি মোতাবেক যদি এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ করা হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৫১,৪৫১ টাকা হয়ে যেতে পারে। এই অনুপাতে বাড়বে মহার্ঘ ভাতা, ট্রাভেল অ্যালাওয়েন্স, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স সহ আরও বিভিন্ন সব ভাতাও। 


নানান খবর

নানান খবর

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি! 

দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন

‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি

স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা

গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও

সোশ্যাল মিডিয়া